Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

এখানে নিয়মিত জাতীয় ও স্থানীয় সহ মোট ১০ টি দৈনিক পত্রিকা, সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক সহ ১৫/২০ টি সাময়িকী এবং গ্রন্থাগারে রক্ষিত ২৭৯০২ টি বাংলা, ৩৭৫৭ টি ইংরেজী ও অন্যান্য ২১ টি সহ মোট 38831 টি পুস্তক যে কোন পাঠকই পড়তে পারে। এর জন্য কোন ফিঃ বা পয়সা প্রদান করতে হয় না । তাছাড়া ইন্টারনেট সার্চ করতে পারে  এবং গ্রন্থাগার কর্তৃক বেসরকারি পাঠাগার জরিপসহ রেজিষ্ট্রেশনকরণ করা হয়।

 

এখানে বৃহস্পতিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত গ্রন্থাগার খোলা থাকে। যে কোন ছাত্র/ছাত্রী বা সর্বসাধারণ বিনা পয়সায় পড়াশুনা করতে পারে। তবে বই ধার নিতে হলে গ্রন্থাগারের নিয়মানুযায়ী নির্দিষ্ট ফিঃ, জামানত ও শর্তাদি পূরণ  স্বাপেক্ষে সদস্য হতে হবে। সদস্য হওয়ার নিয়মাবলী গ্রন্থাগারে পাওয়া যাবে। তাছাড়া বিভিন্ন দিবস উপলক্ষে নিয়মিত রচনা, বইপাঠ , আবৃত্তি ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতার আযোজন করা হয় এবং বেসরকারি পাঠাগার রেজিষ্ট্রেশনকরণের নিয়মাবলী গ্রন্থাগারে পাওয়া যাবে।